চলতি বছরের শুরু থেকে জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো - এ প্রতি সপ্তাহান্তেই সারা বাংলার দর্শকদের কাছে নতুনত্ব কিছু নাচ পরিবেশন করে প্রতিভাবান ক্ষুদে নৃত্যশিল্পীরা। সেই সঙ্গে বিচারক হিসাবে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty),মিঠুনেরসঙ্গেমঞ্চেপিয়াতুতেনাচলেনহেলেনআসছেজমজমাটগ্র্যান্ডফিনালে দেব (Dev) এবং মনামি ঘোষের (Monami Ghosh) উপস্থিতি এই শো-কে এক অন্য স্তরে নিয়ে গিয়েছেন। বিভিন্ন পর্ব স্মরণীয় করতে মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং সুপারস্টার দেব কখনও সকলকে চমক দিয়েছেন। তো কখনও ডান্সিং ডিভামনামী মঞ্চ মাতিয়েছেন। তবে এবারগ্র্যান্ড ফিনালের (Grand Finale) দিকে এগোচ্ছে এই শো। তার মাঝেই বিশেষ চমক পেতে চলেছেন দর্শকেরা, বিশেষ পর্বে হাজির থাকবেন ডান্সিং সেনসেশন, বলিউড অভিনেত্রী ।সবচেয়ে বড় চমক হিসাবে থাকছে, হেলেনের সঙ্গে মঞ্চে মিঠুনের জমজমাট নাচ। জনপ্রিয় 'পিয়া তু অব তু আজা' (Piya Tu Ab Tu Aja) গানে 'মণিকা ও মাই ডালিং' (Monika Oh My Darling) -এ মিঠুনের ডাকে, মঞ্চে নাচতে নাচলেই হাসিতেলুটিয়ে পড়লেন অভিনেত্রী। 'ক্যাবারে ক্যুইন' হেলেনের পোষাকও রয়েছে নজর কাড়া। বাংলার মঞ্চে শাড়িতে সেজেছেন তিনি। গাঢ় সবুজ ও লাল পার শাড়ি পরেরীতিমতো মঞ্চ মাতালেন তিনি।নাচের এই রিয়্যালিটি শোয়ে (Dance Reality Show) এর আগেও একাধিক অতিথি এসে মঞ্চ মাতিয়েছেন। তার মধ্যে রয়েছে বলি থেকে টলি, একাধিক তারকাদের নাম। তালিকায় রয়েছেন গোবিন্দা, রবিনা টন্ডন, উর্মিলা মাতন্ডকর অঙ্কুশ হাজরা, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ আরও অনেকে। এমনকি প্রথমবার বাংলা টেলিভিশনের মঞ্চে হাজির হয়েছিলেন মিস্টার ইন্ডিয়া- অনিল কাপুরও। এত জমজমাট পর্বের পর শোয়ের অন্তিম স্তরে বিশেষ কিছু হবে না তা কখনও হয়?কিছুদিন আগেই শ্যুট করে গিয়েছেন ।অতিথি বিচারকেরা একাধারে যেমন অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন, তার পাশাপাশি দর্শকেরা দেখতে পান তাঁদের অসাধারণ পারফরম্যান্সও। প্রতিযোগীদের ভুল-ত্রুতি ধরিয়ে দিয়ে তাঁদের সঙ্গে পা মেলান অনেকেই। যা এই সমস্ত ক্ষুদে শিল্পীদের কাছে একটা বড় প্রাপ্তি।রিয়্যালিটি শো শুরু হওয়ার আগে কয়েক মাস ধরে প্রতিযোগীদের গুরুকুলের ন্যায় গ্রুমিং করানো হয়েছে। কোভিড পরিস্থিতির জন্যে মেনে চলা হচ্ছে বাড়তি সচেতনতা। মাঝে লকডাউনের জন্য স্থগিত ছিল শ্যুটিং। তবে বিধি নিষেধ শিথিল হতেই ফের পুরো দমে পুনরায় শুরু হয় শ্যুটিং।খুব শীঘ্রই শুরু 'ডান্স ডান্স জুনিয়র' -র জায়গায় শুরু হবে 'সুপার সিঙ্গার' সিজন ২। এবারে বিচারক আসনে বসবেন কুমারশানু (Kumar Sanu), সোনু নিগম (Sonu Nigam) ও কৌশিকী চক্রবর্তী (Koushiki Chakraborty)। গত সিজনের ন্যায় এবারও সঞ্চালকের ভূমিকা পালন করবেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। তবে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২'- এ কবে সম্প্রচারিত হবে সানি লিওনের পর্ব, তা এখনও জানা যায়নি।